• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


হাঁটুর চোটে মেসের বিপক্ষে নেই মেসি 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ০৩:১২ পিএম
হাঁটুর চোটে মেসের বিপক্ষে নেই মেসি 

লিগ ওয়ানে লিওঁর বিপক্ষে ম্যাচে খেলার ৭৫ মিনিটে সাবেক বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে তুলে নেন কোচ। মেসি যাতে ইনজুরিতে না পড়েন তাই 💙ছয় বারের  ডি’অর জয়ীকে তুলে নেন কোচ। কিন্তু সে ম্যাচেই হাঁটুতে হালকা চোট পেয়েছিলেন মেসি। এজন্য দলের অনুশীলনেও যোগ দেননি তিনি। তাই পরের ম্যাচে মেসের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। 

লিঁওর বিপক্ষে ২-১ গোলে পিএসজির জেতা ম্যাচে বাঁ হাঁটুতে মেসিকে কিছুটা অস্বস্তি বোধ করতে দেখা যায়। তবে হাতের ইশারায় খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা𒈔 প্রকাশ করেন তিনি। 

এদিকে আর্জেন্💜টাইন ফরোয়ার্ডের হাঁটুর এ সমস্যায় এম ꩵআর আই করেছেন বলে জানিয়েছেন লিগ ওয়ান জায়ান্টরা। 

ক্লাব👍ের অফিসিয়াল ওয়েবসাইটে ফিটনেস আপডেটে পিএসজি জানিয়েছে, "লিওঁর বিপক্ষে ম্যাচে তার বাম হাঁটুতে আঘাত পেয়েছিলেন লিওনেল মেসি। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে তার একটি এমআরআই করা হয়েছিল যাতে হাড় ভেঙে যাওয়ার লক্ষণ দেখা গিয়েছে।"

পিএসজি আরও জানায়, "๊৪৮ ঘণ্টার মধ্যে একটি ফলো-আপ পরীক্ষা করা হবে।"

যাতে মেসির আর কোনো ক্ষতি না হয় এজন্য মেসিকে এখন বিশ্রাম দেꦫওয়া হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) মেসের বিপক্ষে ম্যাচে খেলবেন না মেসি। 

এদিকে মেসি ছাড়🐈াও মার্কো ভেরাত্তি, স্প্যানিশ সেন্টারব্যাক সার্জিও রামোসও ইনজুরিতে রয়েছেন। 

Link copied!